মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ - ১২:১৫
হযরত ফাতিমা মাসুমা (সা.)-এর জিয়ারতের ফযিলত

হাদিসে বর্ণিত ফাতিমা (সা.) হলেন আহলে বাইতের (আ.) ইমাম রেজা (আ.)-এর বোন হযরত ফাতিমা মাসুমা (সা.আ.)। ইমাম (আ.)-এর এই বাণী দ্বারা কোমে হযরত মাসুমা (সা.)-এর মাজার শরীফের বিশেষ মর্যাদা নির্দেশ করে।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন,
سَتُدْفَنُ فِیهَا امرَأَةٌ منْ أَوْلَادِی تُسَمَّی فَاطِمَة فَمَنْ زَارَهَا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ
অচিরেই সেখানে (ইরানের ধর্মীয় নগরী কোমে) আমার সন্তানদের মধ্য থেকে একজন নারী দাফন করা হবে, যার নাম ফাতিমা। যে কেউ তাকে জিয়ারত করবে, তার জন্য জান্নাত ওয়াজিব (অবধারিত) হয়ে যাবে।

[বিহারুল আনওয়ার, ৬০তম খণ্ড, পৃষ্ঠা- ২১৬]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha